রাজশাহীর বাঘায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদকসেবন, ওয়ারেন্টসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
আটককৃতরা হলো-নাজমুল হোসেন হত্যা মামলার ১৫ নম্বর আসামি আরজেদ আলী, সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম ও শিমুল কুমার শীল, মাদক ও ওয়ান্টেভূক্ত সাক্ষায়েত হোসেন, তুহিন হোসেন, বিশু প্রামানিক, আজিবর রহমান, দস্তুল আলী, রিপ হোসেনন, মেরাজুল ইসলাম, মনোয়ারা বেগম, আসলাম আলী,ঝন্টু হোসেন, আবু বক্কার, হেলেনা বেগম, আবুল কাশেম, আনবার হোসেন। পুলিশ ৬টি গ্রুপে উপজেলার আলাইপুর, পলাশিফতেপুর, দাদপুর, ঝিনা, অপরপুর, নারায়নপুর, ধন্দহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এএসপি (সার্কেল) নুরে আলমের নের্তৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নাজমুল হত্যা মামলার প্রধান আসামি সুমন আলীসহ ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে আভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, যৌন হয়রানির প্রতিবাদ করায় ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাঘা উপজেলার সুলতান গ্রামে নাজমুল হোসেনকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বখাটেরা। এই হত্যার মামলার ১৫ নম্বর আসামি আরজেদ আলী ভোলাকে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।