গত কয়েকদিনে সকালেই সূর্যের দেখা মেলায় কমতে শুরু করেছে শীতের তীব্রতা। তবে তাপমাত্রা এক অঙ্কের ঘরেই রয়েছে। গত কয়েকদিন ধরে দেশের সর্বনি¤œ তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। বৃহস্পতিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। যা মঙ্গলবার ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বুধবার রাত থেকে বৃষ্টির পূর্বাভাস দিলেও রংপুর বিভাগে কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এবার পৌষের শুরু থেকেই বেশিরভাগ সময় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ২৯ ডিসেম্বর এ মৌসুমে দেশের তাপমাত্রা নেমে এসেছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিন ধরে সকালেই সূর্যের দেখা মেলায় হিমালয় কন্যা পঞ্চগড়ের জনমনে স্বস্তি ফিরে এসেছে। দিনে বেশ সূর্যের উত্তাপ মিললেও দিনের স্বস্তি মিলিয়ে যাচ্ছে সন্ধার পরই। উত্তরের হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ছে। কুয়াশা ও ঠান্ডা বাতাস থাকছে বেলা ওঠা পর্যন্ত। শীতের প্রকোপ বাড়লেই দুর্ভোগ বাড়ে পঞ্চগড়ের নি¤œ আয়ের মানুষের। নি¤œ আয়ের মানুষরা শীত বস্ত্রের অভাবে খড়-কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ওসি মো. রহিদুল ইসলাম বলেন, এখন দিনে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে ২০ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবার সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রা কমে আসছে। বৃহস্পতিবার রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর দু-একদিন শীতের তীব্রতা থাকবে। তারপরেই কমে আসবে শীত।