ট্রেনের হুজপাইপ খুলে যাওয়ায় সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস মাগুরছড়ায় প্রায় ১ ঘন্টা আটকে ছিল।
আজ বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনের রানিং স্টাফরা হুজপাইপ ঠিক করার পর ট্রেনটি পুনরায় সিলেটের উদ্যোশে যাত্রা করে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস বিকেল ৪ টা ৩৬ মিনিটে সিলেটের উদ্যোশে শ্রীমঙ্গল ছেড়ে যায়। এর কিছুক্ষন পর শ্রীমঙ্গল-ভানুগাছ স্টেশনের মধ্যবর্তী ২৯৬/৪-৫ রেল কিলোমিটারে পৌছলে ট্রেনের হুজপাইপ খুলে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ট্রেনের ৪টি হুজপাইপ খুলে যাওয়ায় ট্রেনটি আটকা পড়ে। তিনি আরো জানান, পরে ট্রেনের রানিং স্টাফরা হুজপাইপ ঠিক করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয় এবং ৫ টা ৪০ মিনিটে ট্রেনটি ভানুগাছ পৌছে। এ সময় প্রায় ১ ঘন্টা ট্রেনটি আটকে ছিল।