নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে বাক ও মানুষিক প্রতিবন্ধী এক শিশু (১১) কে ধর্ষণকারী রাকিব (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব ওই উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাছান গ্রামের মহসিনের ছেলে।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, বুধবার বিকাল ৪টার দিকে কাঞ্চনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে চর হাছান গ্রামের ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিব হোসেন ওই এলাকার মহসিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শিশুটির বাড়ী ও তার চাচা-জেঠাদের বাড়ী একই এলাকায় পাশাপাশি। তার জেঠাতো ভাই রাকিব একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করে। মঙ্গলবার সকালে বাক ও মানুষিক প্রতিবন্ধী শিশুটিকে চকলেট নিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাদের বাড়ীর সামনে থেকে নিজেরদের ঘরে ডেকে নিয়ে যায় রাকিব। এসময় ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় রাকিব। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।