“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদ-ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস-চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন। স্বাগত বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান দপ্তরের জরিপ অফিসার মনজুরুল হক। প্রচার, প্রেসবিফ্রিং ও সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।