দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, চেয়ারম্যান সরোজিত রায়, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিউর রহমান, এস আই মোমিনুল হক প্রমুখ। সেমিনারে বিদেশ গমনেচ্ছুকদের অবহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ১৮ টি জরুরী তথ্য উপস্থাপন করা হয়। গত ২০০৪ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত খুলনা জেলা হতে ২৮৫২৮ জন পুরুষ এবং ৯৫২৩ জন মহিলা মোট ৩৮০৫১ জন নারী পুরুষ কর্মসংস্থানের জন্য বিদেশ গমন করেন।