কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রসূলপুর উত্তরপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে গৃহবধু মুক্তা আক্তার (২৫) এর রহস্য জনক ভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধুর মৃত্যুর আগের দিন গত সোমবার যৌতুকের জন্য স্বামী মোবারক হোসেন শ্বশুর রমজান মিয়া সহ কয়েকজন তাকে নির্যাতন করে আসছে বলে অভিযোগ উঠেছে। তখন মুক্তা আক্তার গুরুত্বর অসুস্থ্য অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরের বিছানার মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। এই ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। গতকাল বুধাবার বিকালে তাকে দাফন করা হয়। নিকলী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।