কুয়াশা আর বায়ুদূষণের কারনে আজ ঢাকার আকাশে সূর্য ওঠেনি। সাগরের গরম বাতাস, জলীয় বাষ্প আর উত্তরের শুষ্ক বাতাসের কারণে অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে আজ দেশের কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও বায়ুদূষণের সূচকে আজ ঢাকা প্রথম হওয়ার পাশাপাশি দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ভোরে তাপমাত্রা খুব একটা কম ছিলনা। কিন্তু বেলা গড়াতেই উত্তর দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আবারও তীব্র শীতের কবলে পড়েছে রাজধানীবাসী। আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একই আবহাওয়া থাকবে। তবে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচকে (একিউআই) বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা বায়ুদূষণে প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং তৃতীয় অবস্থানে আছে দিল্লি। এয়ার ভিজ্যুয়ালের সূচক অনুযায়ী, আজ ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১৬, কাঠমান্ডুতে ২১৩, আর দিল্লির অবস্থান ১৭৪।
বিশেষজ্ঞরা বলছেন, ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে দূষণ বাড়ছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা, অর্থাৎ পিএম ২.৫। এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়ে পরিস্থিতি নাজুক হয়ে উঠছে। অপরদিকে বৃষ্টির খবর পাওয়া গেছে ঢাকা, ফরিদপুর, যশোর ও চুয়াডাঙ্গা থেকে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তেঁতুলিয়ায় এ মাত্রা ছিল ৬ দশমিক ৩। অর্থাৎ সেখানকার তাপমাত্রা আজ বেড়েছে তিন ডিগ্রি। কিন্তু বৃষ্টি আর কুয়াশার কারণে ঠান্ডার অনুভূতি বেশি হচ্ছে।
বায়ুদূষণ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, ‘১০১ থেকে ১৫০ সূচক হলে সাবধানতা অবলম্বন করতে হবে। ১৫০-২০০ সূচক হলে সেটি অস্বাস্থ্যকর। আর সূচক যদি ২০০ থেকে ৩০০ হয় তাহলে সেটি খুবই অস্বাস্থ্যকর, ৩০০ ওপরে হলে সেটিকে আমরা দুর্যোগপূর্ণ বলি। ঢাকায় আজ যে সূচক তাকে আমরা দুর্যোগপূর্ণ বলবো। কারন আকাশে কুয়াশা কিছুটা থাকলেও এখন আকাশের যে পরিস্থিতি, তার জন্য দায়ী প্রধানত বায়ুদূষণ। তাই ইটের ভাটা সরানো আর রাস্তায় পানি দিলেই হবে না। আপাতত খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে। পাশাশাশি পুরনো যানবাহনও বন্ধ করতে হবে।’
বুধবার আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এবং রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য এলাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আজকে কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও হবে। শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বেড়ে পরিস্থিতি ভালো হতে পারে। তবে আপাতত কোথাও শৈত্যপ্রবাহ বইছে না।’