এইচএসসি ও এমবিবিএস পাসের জাল সনদপত্র দিয়ে বছরের পর বছর ধরে ভুয়া এমবিবিএস চিকিৎসক সেজে অসহায়, দরিদ্র রোগীদের সাথে প্রতারণার মাধ্যমে অপচিকিৎসা দিয়ে আসছেন রেজাউল করিম নামের এক প্রতারক ভণ্ড চিকিৎসক। অপচিকিৎসর মাধ্যমে তিনি ইতোমধ্যে কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। এই প্রতারক ভুয়া রেজাউল করিম বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মৃত আদম আলী সরদারের পুত্র।
ভুক্তভোগীরা জানান, কখনো সে এমবিবিএস চিকিৎসক, কখনো সে সাংবাদিক, আবার টেলিভিশন চ্যানেলের মালিক, ঢাকা এবং বরিশাল শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মালিক-প্রকাশক হিসেবেও পরিচয় দিয়ে তার স্বার্থ হাসিল করে নিচ্ছেন।
ভুয়া এমবিবিএস ডাক্তার রেজাউল করিমের অপচিকিৎসার শিকার ভুক্তভোগী ও অনুসন্ধানে জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম সীমান্তবর্তী ও কোটালীপাড়া উপজেলার পূর্ব-দক্ষিণ সীমান্তের পশ্চিম সাতলা গ্রামে গড়ে তোলা হয়েছে “মায়ের দোয়া ক্লিনিক এণ্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার”। ওই সেন্টারে বসে বছরের পর বছর ধরে চলছে গ্রামগঞ্জের সহজ সরল রোগীদের অপচিকিৎসা। স্থানীয় কতিপয় দালালের মাধ্যমে সাধারণ রোগীদের ওই ক্লিনিকে এনে নানা কৌশলে অপচিকিৎসার মাধ্যমে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। অনুমোদনবিহীন ওই ক্লিনিকে রেজাউল করিম রোগীদের ভর্তি করে একেকজন রোগীর স্বজনদের কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এভাবেই প্রতারক রেজাউল ইতোমধ্যে কয়েক কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
সূত্র মতে, ওই ক্লিনিকে রোগীদের ভর্তির পরে চিকিৎসা প্রদান বা জটিল অপারেশন করে ডায়েরি বা রেজিস্টারে লিপিবদ্ধ করে না রাখার ফলে তার কাজের কোনো প্রমাণ থাকেনা। একই সাথে রোগীদেরকেও কোনো প্রমাণপত্র দেওয়া হয়না।
পিরোজপুরের নাজিরপুর, পদ্মডুবি, তরুর বাজার, স্বরূপকাঠী, ইলুহার, গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে দালালের মাধ্যমে রোগী এনে ভর্তি করা হয় প্রতারক রেজাউলের অবৈধ ক্লিনিকে। তারপরেই শুরু হয় রোগীদেরকে তার অপচিকিৎসা দেয়ার কাজ। রেজাউল করিমের অপচিকিৎসার শিকার হয়ে বিভিন্ন সময় যাদের জীবনহানি ঘটেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও প্রভাবশালী রেজাউল সেসব মামলা থেকে অর্থের জোরে নিজেকে মুক্ত করে নিয়েছেন।
সূত্রে আরও জানা গেছে, বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের দিনমজুর ফোরকান মিয়া তার ছয় বছরের অসুস্থ শিশুপুত্র হাসানকে গত ২৩ জুন রেজাউল করিমের মায়ের দোয়া ক্লিনিকে নিয়ে আসেন। পরবর্তীতে ১৮ হাজার টাকার চুক্তিতে রেজাউল করিম হাসানকে চিকিৎসা করাতে রাজি হয় এবং তার ক্লিনিকে হাসানের পায়ুপথে ছুরি ও অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে অপারেশনে করে। এতে অবুঝ শিশু হাসান চিরতরে তার পায়ুপথের কার্যকারিতা হারিয়ে ফেলে এবং জীবনমৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। এ অবস্থায় হাসানের দরিদ্র পিতা সহায় সম্বল হারিয়ে হাসানকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে হাসানের পেট কেটে বিকল্প উপায়ে পায়ুপথ তৈরি করা হয়। এ ঘটনার পর হাসানের পিতা ফোরকান মিয়া ভুয়া এমবিবিএস চিকিৎসক রেজাউল করিমের বিরুদ্ধে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য আদালত উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শওকত আলী ও ডা. মো. মাকসুদুর রহমান তদন্ত করে আদালতে রির্পোট দাখিল করেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় রেজাউল করিম “পিচব্লেন্ড ইউনিভার্সিটি অব সাইন্স এণ্ড টেকনোলজি হাসপাতাল” থেকে এমবিবিএস (এস) ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করেন। কিন্তু বাংলাদেশে মেডিকেল প্রাকটিসের লাইসেন্স প্রদানের একমাত্র আইনগত সংস্থা বাংলাদেশ মেডিকেল এণ্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রদত্ত কোনো রেজিস্ট্রেশন বা সনদপত্র দেখাতে পারেননি। অন্যদিকে “পিচব্লেন্ড ইউনিভার্সিটি অব সাইন্স এণ্ড টেকনোলজি” নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও অনুমোদনকৃত নয়।
ভুক্তভোগীদের মধ্যে সাতলা গ্রামের বেনজির বালী অভিযোগ করে বলেন, তার বাবা আ. লতিফ বালীকে রেজাউল ডাক্তার নামের এক দানব অপচিকিৎসা দিয়ে তাকে প্রায় হত্যাই করে ফেলেছিল। কিন্তু পরবর্তীতে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়ায় তার বাবার জীবন ফিরে পেয়েছে। তা ছাড়া নয়াকান্দি গ্রামের মতলেব হাওলাদার, ফরাজী বাড়ির শাহজাহান সরদার, রাজাপুরের নুরু হাওলাদারসহ অনেক রোগীরাই মানুষ হত্যাকরী ভুয়া এমবিবিএস ডাক্তার রেজাউল করিমের অপচিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। এসব মৃত্যুবরণকারী রোগীদের পরিবারের লোকজন অসচ্ছ্বল হবার কারণে ভুয়া চিকিৎসক রেজাউলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপে গ্রহণ করতে পারেনি।
তথ্যমতে, ভুয়া ডাক্তার রেজাউল করিম ২০০৩ সালে আগৈলঝাড়া উপজেলার বাগধা দাখিল মাদরাসা থেকে জিপিএ-৩ পয়েন্ট পেয়ে দাখিল পাশ করেন। দাখিল পাশ পর্যন্তই তার শিক্ষা জীবন। এরপরে সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এইচএসসি পাসের একটি জাল সনদপত্র তৈরি করেন। রেজাউল করিম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পাসের যে সনদপত্রটি বিভিন্ন দপ্তরে দাখিল করেছেন তাতে দেখা যায় স্টুডেন্ট আইডি নম্বর ০৪-০-১১-১৬৫-০২৩। অন্যদিকে বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০০৭ সালে এই ০৪-০-১১-১৬৫-০২৩ একই স্টুডেন্ট আইডি নম্বরে মানিকগঞ্জের মতিলাল ডিগ্রি কলেজ থেকে জিপিএ ১.৮৫ পেয়ে বৈধভাবে এইচএসসি পাশ করেছেন মোহাম্মদ মোশারেফ হোসাইন নামের এক ব্যক্তি। তার পিতার নাম এমডি মনির উদ্দিন এবং মাতার নাম শাহেরা বেগম। উল্লেখিত সনদপত্রে রেজাউল করিমের মায়ের নাম কোথাও লেখা নেই।
এছারা তার এমবিবিএস সনদপত্রসহ অন্যান্য সনদপত্রে “চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো এ্যালোপ্যাথি এণ্ড কমপ্লিমেন্টারি মেডিসিন” ৯৭/৬বি, হাজরা রোড, কোলকাতা- ২৬, ঠিকানা থেকে এসব সনদপত্রগুলো সে সংগ্রহ করেছে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে উল্লেখিত ঠিকানায় একাধিকবার তল্লাশি করেও এ নামের সনদপত্র প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শামসুদ্দিন সাংবাদিকদের বলেন, রেজাউলের বিরুদ্ধে সাধারণ মানুষকে অপচিকিৎসা দেয়ার একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলেই তার বড়ভাই মাওলানা রুহুল আমিন রাজনীতিক প্রভাব বিস্তার করে বিভিন্নভাবে হয়রানি করে থাকে।
এ ব্যাপারে অভিযুক্ত রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশে এমন কোনো সংস্থা নেই যে রেজাউল ডাক্তারের কিছু করবে। তিনি আরো বলেন, রেজাউল ডাক্তার সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি নিয়েই এখানে ক্লিনিক তৈরি করে ডাক্তারি করছে।
বরিশালের সিভিল সার্জন মো. মনোয়ার হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত একবছরে পশ্চিম সাতলা গ্রামের মায়ের দোয়া ক্লিনিকের মালিক রেজাউল করিমের নামে একাধিক অভিযোগ পেয়ে দু’বার আমি নিজে সেখানে তদন্তে গিয়েছি। তার সকল সনদপত্র পরীক্ষা নিরীক্ষা করে তা ভুয়া বা জাল বলেই প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা করলেই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। যে কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে বারবার পিছিয়ে যেতে বাধ্য হতে হচ্ছে। তবে সে কোনমতেই এমবিবিএস তো দূরের কথা, কোনো হাতুড়ে ডাক্তার হবারও যোগ্য নয় বলেও সির্ভিল সার্জন মন্তব্য করেন।