মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী থেকে কম্বিং অপারেশনকালে বুড়িগোয়ালীনি নৌ থানা পুলিশ ব্যবহার নিষিদ্ধ প্রায় আঠার হাজার ঘন মিটার নেট জাল উদ্ধার করে। সহকারী পরিদর্শক আব্দুল গফুরের নেৃতত্বে সঙ্গীয় ফোর্স শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ও গাবুরা এলাকায় অভিযানকালে এসব নেট জাল উদ্ধার করে।
এক লাখ পাঁচ হাজার টাকা মুল্যমানের এসব জাল পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুড়িগোয়ালীনি নৌ থানার ইনচার্জ পরিদর্শক অনিমেশ হালদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।