জাতির জনকের জম্ম শত বার্ষিক পালনের প্রস্তুতি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু “টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট” শুরু হয়েছে। মুজিব বর্ষ পালনের অংশ হিসেবে গতকাল শ্যামনগর সরকারি কলেজ মাঠে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক তম্ময় কুমার সাহা।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রফেসর আলহাজ¦ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আবুল কাশেম, অধ্যাপক প্রতাপ রায়, রেজাউল ইসলাম, সাইফুদ্দিন আহম্মেদ, গিয়াস উদ্দীন ফারুক প্রমুখ। আগামি ২ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।