বাগেরহাটের চিতলমারী উপজেলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ২৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার সকাল থেকে শুরু করে ২৮ জানুয়ারি রাত ৮টা টায় এ অনুষ্ঠান শেষ হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ্যাড: এস.এম.এ সবুর’র অনুপস্থিতিতে (তিনদিন ব্যপী) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ বাদশা মিয়া। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার মোঃ মফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা যুব লীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, সিনিয়র শিক্ষক এস.এম. এ. সোয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: রিয়াজুল ইসলাম (রিয়াদ মুন্সী), শিক্ষক গোলাম ফারুক বুলু সহ কার্যকারি কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় সুধিজন। খেলা-ধুলা, নাচ-গান, ও আলোচনা সভার মধ্যদিয়ে তিনদিন ব্যাপি এ অনুষ্ঠানের সমাপ্তি হয় মঙ্গলবার রাত ৮টায়।