তালার খলিষখালীতে চিরঞ্জিৎ দে (২১) নামে এক বকাটে যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১বৎসরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে । দণ্ডপ্রাপ্ত ঐ যুবক তালার খলিষখালী গ্রামের শংকর দের পুত্র। বুধবার (২৯জানুয়ারি) সকাল ১১টায় খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে সামনে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চিরঞ্জিৎ দে প্রায়শ স্কুলের মেয়েদের বিরক্ত করে আসছিল। আজ সকালে হঠাৎ ৬ষ্ঠ শ্রেনির ৪ জন ছাত্রী স্কুলে আসার সময় লম্পট চিরঞ্জিৎতের বাড়ির ভেতর কেউ না থাকার সুবাদে তাদেরকে জোর করে আটকে করে রাখে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে রাখে।
এতপর তালা উপজেলা নির্বহী কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে জনসাধারনের উপস্থিতিতে তাকে তাৎক্ষনিকভাবে ১ বৎসরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাটকলেঘাটা থানার কর্মকর্তা ইনচার্র্জ কাজি ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান , দণ্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।