পাবনার সুজানগর পৌরসভার গোকুলপুর গ্রামে বিলু খন্দকার নামে এক আমেরিকা প্রবাসী সরকারি পাকা রাস্তা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ওই গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদ হতে সুবহান প্রামাণিকের বাড়ি পর্যন্ত পাকা রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন সড়কটি দিয়ে এলাকাবাসী রিক্সা-ভ্যানযোগে পৌর বাজারে যাতায়াত করেন। তা ছাড়া ওই একমাত্র সড়ক দিয়ে এলাকার কৃষকরা স্থানীয় মাঠ হতে গাড়ী-ঘোড়াযোগে তাদের কৃষি পণ্য বাড়িতে আনেন। অথচ ওই বিলু খন্দকার ওই রাস্তার প্রায় ২‘শ ফুট দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে রাস্তাটি সরু হয়ে যাওয়ায় যানবাহনের পাশাপাশি জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন। তা ছাড়া ওই সীমানা প্রাচীর নির্মাণ করায় ভবিষ্যতে রাস্তাটির প্রশস্তকরণ কাজও বিঘিœত হবে বলে এলাকাবাসী জানান। তবে এ ব্যাপারে বিলু খন্দকার বলেন আমি আমার নিজস্ব জায়গায় প্রাচীর নির্মাণ করছি সরকারি জায়গায় নয়। বরং আমার নিজস্ব জায়গার বেশ খানিকটা সরকারি ও রাস্তার দখলে চলে গেছে।