গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কুয়াশাকে উপেক্ষা করেই নির্বাচনের প্রচার চালাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। প্রচারের সময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম, মেয়ে বুশরা আফরিন পরিবারের অন্য সদস্যরা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার পর মহাখালীর শেখ ফজলে রাব্বী পার্কের সামনে থেকে প্রচার শুরু করেন তিনি। এ সময় পার্কের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আতিক বলেন, ‘এর আগে ৯ মাস মেয়রের দায়িত্বে ছিলাম। বিভিন্ন অনুশীলন করেছি। সেই অনুশীলনকে কাজে লাগিয়ে আগামীতে ইনশাআল্লাহ আমরা একটি সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়ে তুলবো। মাদকের বিরুদ্ধে কাজ করবো। আপনারা নৌকায় ভোট দিলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারবো।’ পরে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং ভোট চান।