বগুড়ায় বিনামূল্যে সরকারি পাঠ্য পুস্তক টাকার বিনিময়ে বিতরণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, যে সকল ছাত্র-ছাত্রীরা জনপ্রতি ৩’শ টাকা দিচ্ছে শুধু তারাই পাচ্ছে নতুন বই। জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে গাঁড়ই গ্রামে অবস্থিত গাঁড়ই মোহাম্মাদীয় দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে প্রতিকারের আশায় বেশকিছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাযায়, গাঁড়ই মোহাম্মাদীয় দাখিল মাদ্রাসাটি দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রামের ছেলে মেয়েরা সুনামের সাথে শিক্ষা গ্রহণ করে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমান অর্থ বছরে অত্র মাদ্রাসার সুপার ও গভর্নিং বড়ির সভাপতির জোগ সাজসে বিনামূল্যের সরকারি পাঠ্য পুস্তক অবৈধভাবে সকল ছাত্র-ছাত্রীদের নিকট হতে জনপ্রতি ৩শ টাকা হারে গ্রহণ করে নতুন বই বিতরণ করে। এমনকি যারা এই টাকা দিতে অস্বীকার করে তারা নতুন বই হতে বঞ্চিত হয়। এমতাবস্থায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে বলে অভিযোগে জানানো হয়। অভিযোগে স্বাক্ষরকারী মোঃ জহুরুল ইসলাম জানান, আমার ছেলে ও মেয়ে ওই মাদ্রাসায় লেখাপড়া করে। কিন্তু সভাপতি ও সুপার তারা নতুন বই দেওয়ার নামে জনপ্রতি টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় বই পাইনি এখনও। অভিযোগকারী ইউসুফ জানান, মনি ও মুক্তা নামের আমার দুই জমজ মেয়ে ওই মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্রী। আমি টাকা না দেওয়ায় তারা আমার মেয়েকে বই না দিয়ে বাড়ি পাঠিয়েছে। কোন উপায় না পেয়ে আমি উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। বিষয়টি নিয়ে অত্র মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম জানান, শত্রুতা মূলক ভাবে এটা করছে। অভিযোগ সর্ম্পুন্য মিথ্যা। তদন্ত করতে এলে সব জানতে পারবে। অত্র সুপার জাহিদুল ইসলাম জানান, সেশন ফি,বিদুৎ বিল বাবদ নিয়েছি, বই বিতরনের জন্য নয়।