কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনসহ জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে। এঘটনায় ভুক্তভোগী মহানন্দ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (৩৩) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের গফ্ফার আলী খাঁ গং তার প্রতিবেশী বিশ্বজিৎ মন্ডল(৩৩) এর ১ বিঘা ফসলী জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছে। বাৎসরিক ১০ হাজার টাকা হারি নিয়ে প্রায় ২ বছর চাষাবাদ করে তারা। প্রথম বছরের টাকা সময়মত নিলেও দ্বিতীয় বছরের টাকা অদ্যাবধি পরিশোধ করেনি। এক পর্যায়ে গত সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টার দিকে বিশ্বজিৎ মন্ডলের মা মিনতী রানী মন্ডল হারির টাকা চাইতে গেলে গফ্ফার খা (৬৫), তার স্ত্রী রাজিয়া বেগম (৬০), ছেলে রিয়াজুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম নফু খা (৩৫), রিয়াজুল ইসলামের স্ত্রী নাজমা বেগমসহ (৩০) অজ্ঞাতনামা কয়েকজন মিনতী রানীকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করাসহ পাওনা টাকা দিবে না বলে জানায়। এসময় মিনতী রানী মন্ডল প্রতিবাদ করলে গফ্ফার গং তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা মিনতী রানীকে উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গফ্ফার গং বিশ্বজিৎ মন্ডলের জমি দখল করে রেখেছে বলে জানা গেছে। এমতাবস্থায় ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারটি ন্যায় বিচারের প্রত্যাশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।