‘ওঁ বেদাঃ শাস্ত্রানি সর্ব্বানি নত্য গীতা দিকঞ্চমৎ ন বিহীনং ত্বয়া দেবী তথামে সন্তু সিদ্ধয়’ শ্লোকে আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা। প্রতিবারের ন্যায় এবারও কালিগঞ্জের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সবচেয়ে বৃহৎ পরিসরে কালিগঞ্জের বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধু মহলের উদ্যোগে পৃথক ভাবে আট দিনব্যাপী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলার আয়োজন করা হয়েছে। প্রান্তিক সংঘের আয়োজনে রয়েছে, ২৯ জানুয়ারী (বুধবার) সকাল ১০ টায় সরস্বতী পূজা, সাড়ে ১০ টায় অঞ্জলী, দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সাড়ে ৭টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, ৩১ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় নাটক ‘চন্ডিতলার মন্দির’। ১ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, ২ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, ৩ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণী ও ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৫ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬ টা থেকে প্রতিমা বরণ ও রাত ৮ টায় বিসর্জন।
অপরদিকে বন্ধুমহল’র আয়োজনে রয়েছে, ২৯ জানুয়ারী (বুধবার) সকাল ৭ টায় সরস্বতী পূজা, ৯ টায় অঞ্জলী, দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সাড়ে ৭টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, ৩১ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী’। ১ ফেব্রুয়ারী (শনিবার) রাত ৭ টায় সামাজিক নাটক ‘ স্বামীর রক্তে স্ত্রী বিয়ে’ নাটক পরিবেশিত হবে। ২ ফেব্রুয়ারী (রবিবার) রাত ৭ টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩ ফেব্রুয়ারী (সোমবার) বিকেল ৩ টা থেকে বন্ধুমহল এর সদস্যদের আভ্যন্তরীণ খেলাধুলা ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩ টা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরণের খেলাধুলা। ৫ ফেব্রুয়ারী (বুধবার) বিকেল সাড়ে ৫ টা থেকে প্রতিমা বরণ, রাত ৭ টায় মা-বোনদের জন্য শঙ্খধ্বনী, উলুধ্বনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং রাত ১০ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা।
এছাড়াও ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা ও ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।