নাগেশ্বরীতে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুখাতী বিদ্যা নিকেতনের হলরুমে আরডিআরএস বিবিএফজি প্রজক্টের আয়োজনে প্রধান শিক্ষক আবদুল হাকিমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘ আইন নয়, কেবল মাত্র জন সচেতনতাই পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে’। এতে বিষয়ের বিপক্ষে নেওয়াশী জাগরনী বালিকা উচ্চ বিদ্যা বিথী অংশগ্রহণ করে পক্ষদল উপজেলা প্রশাসন স্কুলকে পরাজিত করে। উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, মোস্তফা বাবুল, নলিনী কান্ত রায়, আজিজার রহমান, মুকুল চন্দ্র সরকার, শামীমা আখতার, জাহাঙ্গীর আলম, নেওয়াশী ইউনিয়ন ফ্যাসিলেটেটর মনোয়ারা খাতুন, গৌরাঙ্গ রায় প্রমুখ।