একের পর এক বিশ^বিদ্যালয়ে আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। সর্বশেষ নিয়োগে অনিয়ম, যৌন হয়রানি এবং বিচারহীনতার প্রতিবাদসহ ১১ দফা দাবিতে ছাত্রলীগের আন্দোলনে অচলাবস্থা তৈরি হয়েছে দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। গত সোমবার প্রশাসনিক ভবন ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। আন্দোলনের কারণে নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানও পন্ড হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১০ কর্মকর্তা এবং ৪৯ কর্মচারী নিয়োগের বিষয়ে গত রোববার নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে ওরিয়েনটেশনের মঞ্চ ভাঙচুর করে তারা। প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেজিস্ট্রার, প্রক্টর এবং উপদেষ্টাসহ বিভিন্ন পদে দ্বায়িত্বশীল শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। এরপর সোমবার সকালে প্রশাসনিক ভবন ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে। তা ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। যাতে বারবার শিক্ষক আন্দোলন ও ছাত্র আন্দোলনের ঘটনা ঘটছে। ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদেরও বিচার হচ্ছে না। বারবার এসব বিষয়ে বলা হলেও কোনও সমাধান না করায় আন্দোলনে নেমেছেন তারা। দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ নেতারা।
এর আগে আরও কয়েকটি বিশ^বিদ্যালয়ে আন্দোলন হয়েছে যার মধ্যে জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অন্যতম। দীর্ঘদিন আন্দোলন চলাকালে অনির্দিষ্টকালের জন্য বিশ^বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়। এতে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়। একটা সময় সেশন জট ছিল বিশ^বিদ্যালয়গুলোর নিয়মিত সমস্যা। যদিও এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এভাবে দীর্ঘ আন্দোলনের ফলে পুনরায় সেশন জট দেখা দিতে পারে। একারণে বিশ^বিদ্যালয় প্রশাসনগুলোকে একটি নিয়মনীতির মধ্যে আনতে হবে। শিক্ষার্থীরা যেসব আন্দোলন করে সেগুলোর বেশিরভাগই অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এবং যৌক্তিক আন্দোলন। কিন্ত দেখা যায় তাদের দাবিদাওয়া পূরণে কর্তৃপক্ষের তীব্র অনীহা।
বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এরই মধ্যে যদি নানান ধরনের নেতিবাচক ঘটনা ঘটে তাহলে সেটি মুখ থুবড়ে পড়বে। তাই বিশ^বিদ্যালয়গুলোতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের বিকল্প নেই।