‘আমার একমাত্র ছেলে ছিল আবীর। আমি মরে গিয়েও যদি আমার আবীর বেঁচে থাকত...। আমি এখন কী নিয়ে বাঁচব?’ বিদায় সংবর্ধনায় যাওয়ার পথে সড়কে চিরবিদায় নেওয়া এসএসসি পরীক্ষার্থী আবীরের বাবা ব্যবসায়ী হানিফ মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। গত সোমবার দল বেঁধে স্কুল প্রাঙ্গণে আসছিলো রাজধানীর ওয়ারী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা। উচ্ছ্বাস-আনন্দে তারা মাতিয়ে তুলেছিল পুরো বিদ্যালয় চত্বর। একই অনুষ্ঠানে অংশ নিতে বাবার সঙ্গে স্কুলের পথে রওনা হয়েছিল আবীর হোসেন তন্ময়। কিন্তু পথে বলধা গার্ডেনের পাশে ওয়াসার পানির লরি ধাক্কা দেয় আবীরকে। কেবল ধাক্কা নয়, মাটিতে পড়ে যাওয়া কিশোরের মাথার ওপর উঠে যায় চাকা। রক্তাক্ত-ক্ষতবিক্ষত আবীরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আবীরের মৃত্যুসংবাদে স্কুলের বিদায়ী অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে আবীরের সহপাঠীরা।
ঘটনাটি খুবই পরিতাপ ও অত্যন্ত কষ্টের। আবীরের মৃত্যু কোনোভাবেই মনকে সান্ত¡না দেয়া ও বরদাস্ত করার মত নয়। একটি প্রাণ ঝরে পড়ল; পত্রিকার নিউজ হল; কদিন একটু চিল্লাপাল্লা; টিভিতে টক-শো! ব্যাস, শেষ! তারপর যা আছে তাই। রাস্তায় অহরহ গাড়ি চালকের নিয়ম ভাঙার ভয়াবহ প্রতিযোগিতা আমরা দেখছি। রাস্তায় গাড়ির ওভারটেকিং, কতটুকু নিরাপদ দূরত্বে পাসাপাসী চলতে হবে, এ জন্যে কঠোর বিধি-বিধান করে তা কার্যকর করা যায় না? আর কতো প্রাণ গেলে নিরাপদ সড়ক পাবো আমরা?
আবীরের পিতা বলেন, ‘যখন বাসা থেকে বের হই, তখন আবীর নিজেই আমার জুতা মুছে দেয়। নিজের ও আমার গায়ে পারফিউম স্প্রে করে। আবীরকে জয়কালী মন্দিরের পাশে নামিয়ে দিয়ে দোকানে গিয়েই মৃত্যুর সংবাদ পেলাম। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। আর কারও বুক যাতে এভাবে খালি না হয়।’ এসব কথা বলতে বলতে অচেতন হয়ে পড়েন আবীরের বাবা। চেতনা ফেরার পর তিনি জানান, আবীরকে যেনো আজিমপুর কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়। মাত্র ১১ মাস আগে আবীরের মা মিনু বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া বছর পাঁচেক আগে আবীরের বড় ভাই ফয়সাল আহমেদ রেজা গুলিস্তান পার্কের পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারায়। ছোট ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল হানিফ মিয়ার। মর্গে ছেলের নিথর দেহ দেখার পর ডুকরে কেঁদে-কেঁদে বলেন, মায়ের আকস্মিক মৃত্যুর পর আবীর অধিকাংশ সময় কাটাত তার বড় বোন আমেনার বাসায়। আমি আমার ছেলের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জীবনের তাগিদে মানুষকে ঘরের বাইরে বের হতেই হয়। সড়কপথের দুর্ঘটনা মানুষকে ভীষণভাবে চিন্তিত করছে। বিভিন্ন সংস্থার পরিসংখানে ৭০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বেপরোয়া, উপযুক্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাহীন চালকদের কারণে। নিয়ম না মানা দানবের জিম্মায় পরিবহন সেক্টরকে রেখে রাষ্ট্র কিভাবে দুর্ঘটনা প্রশমন করবে? এজন্য পরিবহন সেক্টরে অরাজকতার দায় সরকারকেই নিতে হবে।