রং নাম্বারে মোবাইল ফোনে প্রবাসী যুবকের সাথে পরিচয়ের সূত্রধরে প্রেমের সম্পর্ক। দেশে ছুটিতে এসে প্রেমিকার সাথে দেখা করে মার্কেট করার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয়েছে প্রেমিকা মিম আক্তার সুপ্তি। গত তিনদিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে মিম আক্তার সুপ্তির চাচা সুলতান খান জানান, বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা ইতালি প্রবাসী আল-আমিনের (৩২) সাথে তার ভাই ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের মৃত আবুবক্কর সিদ্দিকির কলেজ পড়–য়া কন্যা ঢাকায় বসবাসরত মিম আক্তার সুপ্তির (১৮) মোবাইল ফোনে রঙ নাম্বারে পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও জানান, অতিসম্প্রতি আল-আমিন প্রবাস থেকে ছুটিতে দেশে আসে। এরপর গত রোববার বিকেলে ঢাকায় বসবাসরত মিম আক্তার সুপ্তির সাথে দেখা করার জন্য তাদের বাসায় যায়। এরপর মার্কেট করার কথা আল-আমিনের সাথে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মিম আক্তার সুপ্তি। সেই থেকে আল-আমিন ও সুপ্তির ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফলে গত তিনদিনেও তাদের কোনো সন্ধান মেলেনি।