ধর্ষণের শিকার ঋষি সম্প্রদায়ের এক নারী লোকলজ্জায় বাড়ি থেকে বের হতে পারছেন না। ধর্ষকদের ভয়ে আইনের আশ্রয়ও নিতে সাহস পাচ্ছেন না। ধর্ষিতার স্বামী জীবীকার তাগিদে ভ্যান চালাতে যেতে পারছেন না। প্রতিবন্ধি এক শিশুকে নিয়ে মানবেতর জীবন কাটোচ্ছে ধর্ষিতার পরিবারটি। এই ঘটনাটি জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া গ্রামের।
শোলগাতিয়া গ্রামের দাশপাড়ায় ধর্ষিতা ওই নারীর বাড়িতে গিয়ে তার সাথে আলাপকালে তিনি জানান, প্রায় ১৫দিন আগে রুদাঘরা গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের মাছের ঘেরে কাজ করতে যাই। সেখানে কাজ করাকালে গফুর বিশ্বাস কাজ রেখে ঘেরের বাসায় আসতে বলে। সেখানে আসলে আরও তিনজনকে দেখতে পাই। ওই তিনজন হচ্ছে দেবু সরদার, জসিম গাজী ও শাহিন সরদার। তারা আমাকে জীবননাশের ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময়ে এক ধর্ষক মোবাইল ফোনে ভিডিও করে। তারা আমাকে বলে এ কথা কাউকে বললে এই ভিডিও সবাইকে দেখিয়ে দেব।
ধর্ষিতা ওই নারীর স্বামী জানান, এই ঘটনা ঘটার পর আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। সে শ্রমিকের কাজ করে আর আমি ভ্যান চালাই। কিন্তু লজ্জায় ভ্যান চালাতে যেতে পারছি না।
এ বিষয়ে আব্দুল গফুর বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনা সাজানো। প্রতিপক্ষ একজনদের সাথে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। তারাই অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন জ্জ মাস আগে ওই নারী আমার ঘেরে কাজে এসেছিল। এরপর আর আসেনি।
স্থানীয় ইউপি সদস্য মো: হারুন বলেন, ধর্ষণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তারা ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না।
রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন বলেন, ঋষি সম্প্রদায়ের কোন নারী ধর্ষণের শিকার হয়েছে এমন কোন খবর আমার জানা নেই। তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে যদি সত্যি হয় তাহলে আইনী ব্যবস্থা নেয়ার জন্য সহযোগিতা করা হবে।
ডুমুরিয়া থানার অফিসার ইন চার্জ মো: আমিনুল ইসলাম জানান, এমন খবর তার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তিনি নিজেই ঘটনাস্থলে যাবেন বলে জানান।