খুলনা- সাতক্ষীরা সড়কের উপর দখল করে বাঁশ, বালু, কাঠ , ফার্নিচার, ওয়েল্ডিং কারখানা, স্যানেটারী সামগ্রী তৈরীকারকসহ বিভিন্ন ধরণের ব্যবসায়ীরা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কয়েকমাস আগে উপজেলা নির্বাহি অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করায় কিছুদিন বন্ধ রেখে আবারও স্ব-স্থানে ফিরে এসেছে এসব অবৈধ দখলদার ব্যবসায়ীরা।
খুলনা- সাতক্ষীরা সড়ক বর্তমানে সংস্কার করা হচ্ছে। আগের তুলনায় রাস্তা এখন বেশ প্রশস্ত। আগে কার্পেটিংয়ের অংশ কম থাকায় খালি স্থান দিয়ে কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করত। কিন্তু বর্তমানে সড়কটি বেশ বড় করা হয়েছে। ফলে সড়কের পাশে খালি জায়গা তেমন একটা নেই। যেটুকু রয়েছে সেটুকু ও কার্পেটিং করা অংশে দখল নিয়ে বাঁশের ব্যবসা, বালু ও কাঠের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এমনকি গুটুদিয়া মোড়ে, বিদ্যুতের সাব- স্টেশনের সামনে, মহিলা কলেজের সামনে, ডুমুরিয়া বাসস্টান্ড, থানা মোড়, চৌরঙ্গী মোড়, সিনেমা হলের পাশে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
এছাড়া ডুমুরিয়া সদরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে কালিবাড়ি মোড় পর্যন্ত ইফজিবাইক, মহেন্দ্র, ও মোটরচালিত ভ্যান যত্রতত্র দাড়িয়ে যাত্রী উঠানো নামানো বা দাড় করিয়ে রাখা হচ্ছে। ফলে কলেজের শিক্ষার্থী ও পথচারীদের কার্পেটিং করা অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের উপর দিয়ে চলাচল করায় যেকোন মুহুর্তে বড় ধরণের প্রানহানির ঘটনা ঘটতে পারে।
এদিকে বাঁশ ব্যবসায়ীরা জানান তারা ডুমুরিয়া হাট ইজারা গ্রহণকারীদেরকে খাজনা দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। অথচ ডুমুরিয়া হাটটি এই স্থান হতে কোয়াটার কিলোমিলার দুরে অবস্থিত। সপ্তাহে দুদিন শুক্র ও সোমবার দুদিন হাট বসে। অথচ প্রতিদিনই বাঁশ ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা গ্রহণ করা হয়। কলেজের পাশে বাঁশ ব্যবসায়ীরা হচ্ছেন; মিজানুর রহমান খান, সাজ্জাদ হোসেন, মোফাজ্জেল হোসেন ও বাদল খান। তারা জানান প্রতিদিন বাঁশ প্রতি ২ টাকা হারে খাজনা নেন আবুল হোসেন খান। এটি নিয়ন্ত্রণ করেন গোলনা গ্রামের হাফিজুর রহমান খান।
ডুমুরিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ( নায়েব) মো: আমিরুল ইসলাম জানান, হাট ইজারা গ্রহণকারীরা হাটের দিনে হাট এলাকার মধ্যে বসা ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা নিতে পারবেন। হাটের দিন ব্যতিত এবং হাটের এলাকার বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা নেয়া ঠিক নয়।
এ বিষয়ে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু বলেন, সড়কের উপর যে কোন ব্যবসা পরিচালনা করা বেআইনী। তাছাড়া ডুমুরিয়া কলেজের সামনে বাঁশ, বালি ও কাঠের ব্যবসায়ীরা যেভাবে দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ বেগম এ বিষয়ে বলেন, বেশ কিছুদিন আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্ধ করা হয়। কিন্তু আবারও অবৈধভাবে দখল করে ব্যবসা করা হচ্ছে বলে দেখেছি। অচিরেই অবৈধদখলদারদের উচ্ছেদ করা হবে।