কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা উত্তর পাড়া গ্রামের চান মিয়ার মদ্যপায়ী ও তিন সন্তানের জনক পারভেজ মিয়া (৩০) স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে নিজ ঘরের ধর্ণার মধ্যে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে গত সোমবার সকাল ৭টার দিকে ( ২৭ জানুয়ারি) নিজ ঘরের ধর্ণার মধ্যে। গতকাল মঙ্গলবার ভোর রাতে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা রুজু হয়েছে। এলাকাবাসী থানার সূত্রে জানা গেছে নিহত পারভেজ একজন কাঠমেস্ত্রী ছিলেন। তার স্ত্রী মন্টি আক্তার (২৫) এর সঙ্গে গত কয়েকমাস ধরে ঝগড়া করে আসছিল তার স্বামী পারভেজ মিয়া। ঐ দিন বাড়ীতে টাকা না থাকার কারণে মন্টি আক্তার তার বাবার বাড়ি কুমিল্লা থেকে বিকাশে প্রায় ১হাজার টাকা নিয়ে আসেন। এই দূর্ঘটনার পর মন্টি আক্তার স্বামীর বাড়ি থেকে আত্ম গোপন করেন বলে শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন। এ ছাড়া পাশ্ববর্তী আত্মীয়কে জড়িয়ে হত্যা মামলার করার জন্য গত সোমবার থেকে ষড়যন্ত্র চলে আসছিল। নিকলী থানার ওসি ঘটনা সত্যতা স্বীকার করেন।