বাকেরগঞ্জের অনার্স পড়–য়া এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরনের হুমকি দেওয়া মামলার আসামি বখাটে জিয়াউল হক আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম উপজেলার কালীগঞ্জ বাজারের দেলোয়ার সাঈদীর চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে সে দীর্ঘদিন পলাতক থেকে পুলিশ ও সাংবাদিকদের বিরুদ্ধে তার নিজের ও কিছু ফেক ফেসবুক আইডি খুলে তাতে বিষোদগার লেখা লিখে পোস্ট করে আসছিলো।
উল্লেখ্য ওই কলেজ ছাত্রীকে বখাটে জিয়াউল হক আকন ১ জানুয়ারি তার শ্লীলতাহানী ও তাকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বখাটে জিয়াউল হক আকনের নামে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ তৎসহ পেনাল কোডের ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের অনামিকা (ছদ্মনাম) তার নানা বাড়িতে থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। ওই ছাত্রী কলেজে যাওয়া আসার পথে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের মোতাহার আকনের বখাটে ছেলে জিয়াউল হক আকন অনামিকাকে উদ্দেশ্য করিয়া অশালীন ভাষায় খারাপ কথাবার্তা বলে এবং কুপ্রস্তাব ও প্রেম নিবেদন উত্তপ্ত করে। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে তিনি বখাটে জিয়াকে তার মেয়েকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এতে সে আরো উত্তপ্ত হয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার মাত্রা বাড়িয়ে দেয়। অতঃপর ১ জানুয়ারি বেলা সাড়ে ১১ টার সময় ওই ছাত্রী তার ছোট বোনকে বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় ভর্তি করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে যাবার পথে পৌরসভার অন্তর্গত আগা বাকের লেনের অমল দাসের বাড়ির সামনে কালভার্টের উপর পৌঁছালে বখাটে জিয়া ওই ছাত্রীর পরিহিত ওড়না ধরে টানাটানি করে এবং তাহার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। কলেজছাত্রী অনামিকা ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। বখাটে জিয়া মামলায় উল্লেখিত সাক্ষীদের সম্মুখে হুমকি দিয়ে বলে যায় যে সুযোগ বুঝিয়া সে কলেজছাত্রী অনামিকাকে অপহরণ করিবে, তাহার জীবন নষ্ট করিবে, এমনকি তাহার নামে মিথ্যা মামলা দিবে বলে হুমকি দেয়। এ ঘটনায় কলেজছাত্রী অনামিকা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বখাটে জিয়াউল হক জাল টাকা ও মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট। ক্ষমতাসীন দলের এক নেতার নাম ভাঙিয়ে সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাল টাকা ও মাদক ব্যবসা করে বেড়াচ্ছেন।