সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী, দোকানদার ও রিক্সা চালকসহ ৫ জন আহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার মালখানগরে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় রাতেই ৯ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন গুরুতর আহত মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের প্রবাসী মো. ফয়সাল আহম্মেদের বাবা মো. মোশারফ হোসেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জমিজমার বিরোধের জের ধরে এই হামলা করা হয়। মো. ফয়সাল আহম্মেদ (২৫) ইজিবাইকযোগে সিরাজদিখান বাজার থেকে মালখানগর চৌরাস্তায় এসে পৌঁছালে, আগে থেকে ওৎ পেতে থাকা মালপদিয়া গ্রামের মফেজ হাওলাদারের ছেলে মো. চঞ্চল (৩২), মো. শাকিল (৩০), মো. শাহিন (২৬), মালখানগর গ্রামের দিল মোহাম্মদের ছেলে মো. জাহিদ (২৬), মো. নাহিদ (২৪) ও আবু কালামের ছেলে মো. রাসেলসহ (২৬) আরো ২/৩ জন অজ্ঞাত লোহার রড ও কাঠের ডাসা দিয়ে এলাপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ফয়সালের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায় ও রক্তাক্ত জখম হয়। ফয়সালের সাথে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ১ লাখ টাকা মুল্যের ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় তারা। ফয়সাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘবদ্ধ হয়ে ছেলেগুলো ফয়সালের উপর হামলা চালালে, ছাড়াতে গিয়ে মালখানগর চৌরাস্তার দোকানদার মৃত হাসেম খানের ছেলে মাহালম খান (৫৫) ও কাজীর বাগ গ্রামের ওমা হোসেনের ছেলে রিক্সাচালক ফারুক হোসেনসহ (৪২) আরো ২/৩ জন আহত হয়। এলাকার লোকজন তাদের না থামালে ছেলেটিকে তারা পিটিয়ে মেরে ফেলত। কারো কোন বাধাই তারা মানে নাই, বেশ উশৃঙ্খল ও বেয়াদব এ ছেলেগুলো।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন জানান, থানায় অভিযোগ হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। ওসি স্যারের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।