বরিশালের বাবুগঞ্জস্থ পল্লী বিদ্যুৎ সমিতিÑ২ এ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম বাস্তবায়ন সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হলরুমে জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী) বাপবিবো এর মোঃ হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সালেহীন। বরিশাল পবিস -১ বরিশালপবিসÑ২, ফরিদপুর ,রাজবাড়ী,শরিয়তপুর,মাদারীপুর,ভোলা,পটুয়াখালী,ঝালকাঠীসহ ৯টি পবিস এর জেনারেল ম্যানেজার,ডিজিএম কারিগরি,এজিএম(সঃসেবা).জুনিয়র ইঞ্জিনিয়ার(আইটি) উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন সংযোগ প্রত্যাশিগন কিভাবে ঘরে বসে বিদ্যুৎ সংযোগ পেতে পারেন এবং সনাতন বিদ্যুৎ সংযোগ পদ্বতিতে বিদ্যমান সমস্যা সমূহকে দূর করে মধ্যসত্বাভোগীদের দৌরাত্ব দূরীভ’তকরন এবং সময় ও অর্থের সাশ্রয় করে হয়রানী মুক্ত গ্রাহক সেবা প্রদানে বাপবিবোর নিজস্ব উদ্ভাবণী পল্লী বিদ্যুৎ অণলাইন সংযোগ সিস্টেম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব জনবল দ্বারা বাস্তবায়ন করা হয়েছে।