অত্যান্ত শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দাকোপের আচাভূয়া ডাকবাংলো বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনে জাহাঙ্গীর মোল্যা সভাপতি শাহাজান শেখ সাধারণ সম্পাদক এবং ফরিদ আলী কোষাধ্যক্ষ নির্বাচীত হয়েছেন।
দাকোপ উপজেলা সদর চালনার ঐতিহ্যবাহী আচাভূয়া ডাকবাংলো বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যান্ত শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক লস্কর সাহাবুর রহমান জানায়, গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। মোট ২৪৭ জন ভোটারের মধ্যে ২৪৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ৯ টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় করেন। সভাপতি পদে জাহাঙ্গীর মোল্যা হরিণ প্রতিকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। তার প্রতিদ্বন্দি আলহাজ্ব সরদার আবুল হোসেন আনারস প্রতিকে পেয়েছেন ৭৫ ভোট। সহসভাপতি পদে মনোরঞ্জন বাহাদুর গাভী প্রতিকে ১০৬ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। প্রতিদ্বন্দি মাহবুবুর রহমান (দোয়াত কলম) ৮২ ভোট এবং শহিদুল ইসলাম খোকন (হাঁস) প্রতিকে পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে শাহজাহান শেখ বাইসাইকেল প্রতিকে ১১৫ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। প্রতিদ্বন্দি মোঃ কামরুল হোসেন (টেলিভিশন) ৭৭ এবং মোঃ ওসমান গণি (কাঁপপিরিচ) প্রতিকে পেয়েছেন ৪৮ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ ফরিদ আলী জাহাজ প্রতিকে ১২৯ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। প্রতিদ্বন্দি আনিসুর রহমান (তোরবারি) ৬৮ এবং কাজী ইকরামুল কবীর পান্না (তালাচাবি) প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট । সদস্যের ৫ টি পদের বিপরীতে থাকা ৮ প্রার্থীর মধ্যে মোশারফ হোসেন লিমন (মোরগ) ১৮২, জলিল মিয়া (ফুটবল) ১৭৪, আসিফ ইকবাল টিটু (আম) ১৭১, আব্দুল গফুর সরদার (মই) ১৫২ এবং লাভলু গাজী (পাখা) ১২৫ ভোট নির্বাচীত হয়েছেন। প্রতিদ্বন্দি পিতর মিস্ত্রী (কলস) ১০৫, মোঃ শাহাদাত হোসেন (টেবিল) ৭৮ এবং মোঃ কামাল গাজী (মাছ) প্রতিকে পেয়েছেন ৩৪ ভোট।