আগামী সিটিকর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন তরুণ সমাজসেবক মোশারেফ হোসেন খোকন। এজন্য ২৬জানুয়ারি রাতে তিনি হালিশহরের ফইল্লাতলী বাজারের একটি কমিউনিটি সেন্টারে এলাকার গণ্যমান্যদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করেন। এতে অনুষ্ঠানে সন্দ্বীপ এবং ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নানা শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সফিকুল আলম সফিক। এসময় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিল্লুর রহমান, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ফোরকান, এস.এম ইব্রাহীম, হাজী জামশেদ ও কাজী ফসিহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অপু ইব্রাহীম। প্রসঙ্গত, মোশারেফ হোসেন খোকন ১১নং ওয়ার্ডে ইতিমধ্যে নিজ কাজের দৃশ্যমান কিছু স্বাক্ষর রেখেছেন। নিজ কর্মের কারণে এলাকার মানুষের কাছে তরুণ সমাজসেবক ও শিক্ষাবিদ হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। বিগত একযুগ ধরে সমাজের অবহেলিত মানুষের পাশে আছেন। যে কোন বিপদে তিনি মানুষের পাশে থাকেন বলে এলাকায়ও জনশ্রুতি রয়েছে। তিনি গরীব মেয়ের বিয়ে, দরিদ্রদের চিকিৎসা, মসজিদ, ধর্মীয় মাহফিল কিংবা মাদ্রাসায় এবং এতিমখানায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। মানুষের দোয়া এবং ভালবাসা নিয়ে আগামী সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হবেন বলে জোরালো আলোচনা চলছে ওয়ার্ডের পাড়া-মহল্লায়। এজন্য তাঁকে অনেকেই উৎসাহিত করছেন। তাঁর বন্ধু মহল ও স্বজনরাও চায় খোকন কাউন্সিলর হয়ে মানুষের প্রতি সেবার মাত্রাটা আরো কয়েক দফায় বাড়িয়ে দিক।