পঞ্চগড়ের বোদায় সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে ফিরে আসা মোছাঃ সুমি আক্তারকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক অনুপ্রেরণা প্রকল্প হতে মানবিক সহায়তা হিসাবে এক লক্ষ টাকা মূল্যের ২টি ষাঁড় গরু কিনে দেওয়া হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে গরু দুইটি অর্থনৈতিক পুন একত্রীকরণের জন্য ব্র্যাকের পক্ষ থেকে উপকরণ সহায়তা হিসাবে নির্যাতিত সুমিকে প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার তৌকির আহমেদ, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা সমন্বয়কারী ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মোঃ মেহেদী হাসান এবং নির্যাতিত সুমির বাবা মোঃ রফিকুল ইসলাম।