নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও মাদকসহ আরিফ খন্দকার (৩৩) নামের এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার দুপুরে র্যাব-৮ বরিশাল সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সন্ত্রাসী আরিফ খন্দকার নগরীর চরকাউয়া হিরণ নগর এলাকার মৃত কাশেম খন্দকারের পুত্র। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রোববার দিবাগত রাত ১০টার দিকে ভাটারখাল এলাকার কোস্টগার্ড জেটির প্রবেশ পথে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরিফ খন্দকারকে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদের আটককৃত আরিফের স্বীকারোক্তি অনুযায়ী দুইটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড এ্যামোনিশন, একটি পিস্তলের ম্যাগজিন, ৯৩পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।