জমকালো আয়োজনে বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের ৬৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদেও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. জাফর আহমেদের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল, পৌর কাউন্সিলর মাহফুজা বেগম ভানু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনে ছিল, শিক্ষার্থীদের বস্তা লাফ, মেধা জাচাই, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো ইত্যদি । শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, জ্ঞানশক্তি ও তারুণ্যশক্তি এই দুই শক্তির সমন্বয় করে তোমরা (শিক্ষার্থী) দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের শিক্ষার্থীরাই জাতির সম্ভাবনাময় প্রজন্ম। জাতির স্বপ্নময় ভবিষ্যতের কান্ডারী। সততা, নিষ্ঠা, সাহস ও ত্যাগী মনোভাব এসব গুণাবলির সঙ্গে জ্ঞানের আলো থাকলে দেশের উন্নতি এবং জাতির নতুন অভ্যুদয় ঘটাতে পারবে তোমরা (শিক্ষার্থী)। লেখাপড়ার পাশা পাশি ইভটিজিং সম্পর্কে সচেতন ও হতে শিক্ষার্থীদেও আহব্বান জানান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যমে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।