কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ৩ তলা আবাসিক ভবনের সিড়ি থেকে উদ্ধার তিনটি লক্ষীপেঁচার বাচ্চাকে উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে হস্হান্তর করেছে কমলগঞ্জ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আব্দুল কাদিরের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ফায়ার স্টেশনের আবাসিক ভবনের তিন তলায় কেউ অবস্হান না করায় ছাদ সংলগ্ন সিঁড়িতে নির্জন পরিবেশ পেয়ে হয়ত বাসা বেঁধেছিল লক্ষীপেঁচা।
আব্দুল কাদির বলেন, আজ সকালে দুর্গন্ধ পেয়ে আমি তিনতলায় যাই এবং লক্ষীপেঁচার বাসায় একটি মৃত ও তিনটি জীবিত লক্ষীপেঁচার বাচ্চা দেখতে পেয়ে আমি বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে আসি। এ সময় মা লক্ষীপেঁচাকে পাওয়া যায় নি। পরে শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দিলে ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব কমলগঞ্জ এসে লক্ষীপেঁচার বাচ্চাগুলোকে নিয়ে যান।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, বাচ্চাগুলোকে কাক ঠুকরিয়ে আহত করেছে। আমাদের সেবাকেন্দ্রে বাচ্চাগুলোর পরিচর্যা চলছে। বাচ্চাগুলো সুস্হ হলে এগুলোকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেয়া হবে।