উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দো র্যালি করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ।
রবিবার বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া আনন্দো র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে মিষ্টি বিতরণ করা হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রফেসর মো. মিজানুর রহমান, ইন্সট্রাক্টর মো. রেজাউল করিমসহ শিক্ষক ও কর্মচারীগন।
পরে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মো. হুমায়ুন কবির এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।