সরকারি আইনগত সহায়তাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া কারো দয়া নয়! বরং দেশের মানুষের অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণ সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা পাবে এটাই সংবিধানের মূলমন্ত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধে চেতনা রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্তদের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে।
যেহেতু দুর্বৃত্তায়ন প্রক্রিয়ায় সাধারণ মানুষ অধিকার বঞ্চনার শিকার হচ্ছে। কিছু দুর্বৃত্ত আমাদের কষ্টার্জিত দেশ কেড়ে নিক আমরা তা’ কখনও হতে দিতে পারি না।
গত ২৬জানুয়ারী রোববার জামালপুরে উন্নয়ন সংঘ আয়োজিত মানবাধিকার কর্মীদের সভায় এসব কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আইনজীবী সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন,মানবাধিকারকর্মীরা সরকারের প্রতিপক্ষ নয় বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকে। আমাদের নিজেদেরও দক্ষতা, যোগ্যতা এবং স্বচ্ছতা অর্জন করতে হবে। নির্যাতনের শিকার প্রতিটি নাগরিকের ন্যায়বিচার প্রাপ্তিতে নেটওয়ার্কিং এর মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে হবে। সুলতানা কামাল মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন আপনার মুরগী, আপনার ছাগল কেউ কেড়ে নিতে চাইলে আপনি কী তা দিবেন তা হলে আমরা কেনো আমাদের অধিকার কেউ কেড়ে নিতে চাইলে বা দেশটা যদি কেউ কেড়ে নিতে চায় তা হলে কী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা উচিত নয়? দেশটা যেমন আমরা কারো দয়ায় পাই নি তেমনি দেশটার কোনো ক্ষতি হোক এবং দেশবাসী অশান্তিতে থাকুক আমরা তা কোনো ভাবেই হতে দিবো না।
গত দুইদিন আগে গার্মেন্টস কর্মী আশুলিয়া থেকে জামালপুরে নিজ বাড়িতে আসার পথে পিকআপ চালক এবং সহকারীর হাতে নির্মমভাবে ধর্ষণের শিকার হবার ঘটনায় সুলতানা কামাল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন অবিলম্বে ধর্ষকদের খোঁজে বের করতে হবে। ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে যদি তোন ক্লু ছাড়াই দ্রুত প্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয় তা হলে এই গণধর্ষণের ঘটনার সাথে জড়িত ধর্ষকদের গ্রেপ্তার করা সম্ভব নয় কেন ?
উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী টিপু সুলতান, উন্নয়ন সংঘের কর্মসূচি পরিচালক নারায়ণ চন্দ্র দাস, মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, আইনজীবী খাজা আলম, মাহফুজা আক্তার সাথী, নুরুজ্জামান, মানবাধিকার কর্মী মনোয়রার বেগম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, নির্যাতনের শিকার সানজিদা বেগম প্রমুখ।
উল্লেখ যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা এনইডি এর আর্থিক সহায়তায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিত্বে উন্নয়ন সংঘ জামালপুরে ‘শক্তিশালী নেটওয়ার্কিং এর মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।