পটুয়াখালী-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় জুয়েল রানা(২৬) নিহত হয়েছে। আহত হয়েছে চালক মাহবুব আলম সবুজ। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার রাত সোয়া সাতটায় এ দুর্ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, সবুজ ও জুয়েল নিজস্ব মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়া ফিরছিলো। তারা মোহাম্মদপুর নামকস্থানে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এতে দুজনই আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে জুয়েলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধি। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচণ্ড রক্তক্ষরণে জুয়েল মারা গেছে বলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানায়। সে কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার সোহরাব হোসেনের ছেলে।