করোনাভাইরাস বর্তমানে আতঙ্কের নাম। নতুন এ ভাইরাসকে কেন্দ্র করে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বিগ্ন। করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা হুহু করে বাড়ার যে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে, তা বাংলাদেশকেও উদ্বিগ্ন না করে পারে না। চীনে এ ভাইরাসের প্রার্দুভাব ঘটলেও বিশ্বজুড়ে মানুষ এর সংক্রমণের ভয়ে আছে। করোনাভাইরাস চীনের বাইরে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও তাইওয়ানে ভাইরাসটিতে আক্রান্ত মানুষ পাওয়া গেছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা গতকাল ২৬ জানুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ জনে। আর আক্রান্তের সংখ্যা দুই হাজার। যেহেতু এর কোনো টিকা এখনও আবিষ্কার হয়নি তাই চিকিৎসকরা এ রোগের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন। নতুন ভাইরাসটির কারণে বিশ্বে মহামারী হওয়ার আশঙ্কা রয়েছে। করোনাভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, কাশি এবং শ^াসকষ্ট। পরিণামে নিউমোনিয়া হয়ে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো এবং মৃত্যুও হতে পারে।
করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে দেখা গেছে, উহানের আক্রান্ত রোগীরা একটি বাজারের ক্রেতা। সেখানে সামুদ্রিক মাছ, মুরগি, ভেড়া, শূকর, শিয়াল, ইঁদুর, বাদুড়, সাপ এবং খরগোশসহ বন্যপ্রাণী বিক্রি করা হয়। বিজ্ঞানীদের ধারণা, চীনে বাদুড় থেকে ভাইরাস সাপের শরীরে এসেছে। এমন সাপ উহান বাজারে বিক্রি হয়। যা বিক্রেতা এবং ক্রেতাদের শরীরে প্রবেশ করেছে। সাপের রক্ত শীতল, বাদুড়ের রক্ত উষ্ণ। করোনাভাইরাস একই সময়ে শীতল এবং উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর শরীরে কীভাবে টিকে থাকল সেটাও রহস্য বলে বিজ্ঞানীরা মন্তব্য করেন।
করোনাভাইরাসের ভয়াবহতা এখনো পর্যন্ত মূলত চীন ও প্রতিবেশী কয়েকটি দেশকে আক্রান্ত করলেও বিশ্বব্যাপী এর ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস দ্রুততম সময়ে সতর্কতার সঙ্গে মোকাবিলা না করা গেলে তা বিশ্বস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে ১৮ টি শহরের সাড়ে পাঁচকোটি বাসিন্দাকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে কর্তৃপক্ষ। ভাইরাসটি সংক্রামিত হওয়ার ঝুঁকিতে বাংলাদেশও রয়েছে। বাণিজ্যিক ও ভ্রমণসংক্রান্ত কারণে দেশটিতে এখন প্রচুর বাংলাদেশির যাতায়াত রয়েছে। আমরা দেখছি, খোদ অকুস্থল উহান শহরেই আটকা পড়েছেন পাঁচ শতাধিক বাংলাদেশি নাগরিক। জনপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা শহর থেকে বের হতে পারছেন না। প্রত্যাশিতভাবে, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশকেও এ সংক্রামক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর নজোরদারী জরুরি।
ভাইরাসটি সম্পর্কে আতঙ্ক ও গুজব ছড়ালে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। আমরা আশা করি, ইতোমধ্যে হাসপাতালগুলোতেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে যদিও এখনও এই ভাইরাস আক্রান্ত কেউ শনাক্ত হয়নি, এর বিস্তৃতি থেকে আমরা খুব বেশি দূরেও নই। এই পরিস্থিতিতে বাংলাদেশের সর্বাত্মক সতর্ক ও প্রস্তুত থাকার বিকল্প নেই। ইতোমধ্যে বিমান ও স্থলবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আমরা আশা করবো, এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।