“আজিকার সাফল্য তব আগামী জয়ের অঙ্গীকার” এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় প্রিন্সিপাল ফজলুল হক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত) এর ২০১৯ সালে পিইসি পরীক্ষায় ৩১ জন ও জেএসসি পরীক্ষায় ৭ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার সকালে বিদ্যালয় আঙ্গিনায় এ সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ডাঃ মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল ফজলুল হক মেমোরিয়েল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোতাছিম বিল্লাহ গুলজারের পরিচালনায় সংবর্ধনা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, তরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুবুর রহমান সিকদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মুজীব, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, অভিভাবক সদস্য বদরুজ্জামান, মোশারফ হোসেন জয় প্রমুখ।