“মুজিব বর্ষ পল্লী বিদ্যুৎ সমিতির সেবা বর্ষ” এ স্লোাগান নিয়ে নোয়াখালী পল্লী বিদু্যুৎ সমিতির ৩০তম বার্ষিক সাধারন সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেগমগঞ্জ চৌরাস্তায় পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াখালী সদর দপ্তরে পরিচালনা বোর্ডের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী সদর দপ্তরের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ সামিনা আক্তার। সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর পক্ষে উপ-পরিচালক এনিফার সুলতানা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সভা শেষে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত গ্রাহকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।