বরিশালের উজিরপুরে বিষপান করে কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজিরপুর মডেল থানার এসআই সুদেব হালদার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের পরিমল হালদারের মেয়ে কারফা আইডিয়াল কলেজে এইচএসসি পড়–য়া ছাত্রী নন্দিতা হালদার(১৭) শুক্রবার রাত ১১টায় বিষপান করে আত্মহত্যা করেছে। তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রত অবস্থায় ভোররাতে মারা যায় । উজিরপুর মডেল থানার এসআই সুদেব হালদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ওসি জিয়াউল আহসান বলেন ইতোমধ্যে লাশ ময়না তদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে।