ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তার মন্ত্রীসভার প্রভাবশালী বিদ্যুৎ, খনিজ ও পানি সম্পদ মন্ত্রী শহিদ আবদুর রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠাকন্যা বেগম আরজু মনির কনিষ্টপুত্র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সমর্থনে ঢাকাস্থ শহিদ আবদুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের ব্যানারে শুরু থেকেই দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন মহল্লা ও অলিগলিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম কিরণ সেরনিয়াবাত ও আওয়ামী লীগ নেতা মো.রমিজ সেরনিয়াবাতের নেতৃত্বে আকরাম সেরনিয়াবাত, শরীফ আজিম, অ্যাডভোকেট তিন্নি সেরনিয়াবাত, শাহিন সেরনিয়াবাত, সৈয়দ মেসবাহ উদ্দিন হবু, লুৎফর রহমানসহ স্মৃতি পরিষদের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। শনিবার দিনভর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও রেলগেট, আনসার ক্যাম্প, দক্ষিণ গোড়ান, সিপাহীবাগ, পশ্চিম গোড়ান, তিলপাপাড়াসহ ১ ও ২নং ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা, ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমজীবিসহ স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিনভর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন।
অপরদিকে একইদিন শনিবার সকালে ভোটারদের কাছে টানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ শেষে পুরানো ঢাকার ওয়াইজ ঘাট এলাকায় আগৈলঝাড়াস্থ শহিদ আবদুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের উদ্যোগে ওয়াইজ ঘাট ব্যবসায়ীদের আয়োজনে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে নির্বাচনি সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। নির্বাচনি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপংকর সিকদার দীপু, ওয়াইজ ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান মোল্লা, মাদারীপুরের কালকিনি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, ব্যবসায়ী বারেক সেরনিয়াবাত, নাজমুল হাওলাদার, রাশেদ ভুঁইয়া প্রমুখ। এ সময় আগৈলঝাড়া নির্বাচনি প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা কাজি আওলাদ হোসেন, যুবলীগ নেতা সোহরাব হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন পেশা ও শ্রমজীবিরা।