পাবনার সুজানগরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে বাবু গ্রুপের হামলায় আবদুর রশিদ গ্রুপের ৬জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ৭টি বাড়িঘর ভাঙচুর এবং ব্যাপক লুটপাট চালায় বলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে আমিনপুর থানাধীন সুজানগর উপজেলার আহম্মপুর ইউনিয়নের চব্বিশ মাইল গ্রামে। হামলায় আহতরা হলেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ (৫০) বাবু হোসেন (৪৫), আব্বাছ আলী (৫৫), সন্টু (৩০), রফিক (৩০) ও সুমন (২৮)। আহতদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত শনিবার ওই ইউনিয়নের বিরাহীমপুর মীর্জা আবদুর রশিদ উচ্চবিদ্যালয় মাঠে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠনকে কেন্দ্র করে ওই বাবু গ্রুপ এবং রশিদ গ্রুমের মধে বিরোধ দেখা দেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব লাঞ্ছিত হয়। তা ছাড়া ইতঃপূর্বে রশিদ গ্রুপের হাতে বাবু গ্রুপ মারাত্মভাবে আহত হয়। এরই জের ধরে রোববার দুপুর ১২টার দিকে বাবু গ্রুপ রশিদ গ্রুপের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি মারপিট দেয়। এতে রশিদসহ ওই ৬ব্যক্তি আহত হয়। এ সময় সময় হামলাকারীরা রশিদ গ্রুপের মজিদসহ ৭জনের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট চালায় বলেও মজিদের স্ত্রী আফরোজা খাতুন অভিযোগ করেন। তবে আ.লীগ নেতা বাবু বলেন আমি হামলা করি নাই। রশিদ গ্রুপের লোকজন হামলা চালিয়ে আমার ৪জন লোককে মারপিট দিয়ে আহত করেছে। আমিনপুর থানার ওসি মোমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।