আনোয়ারার ২০ মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া এফবি বাকলিয়া ফিশিং-১ নামের সেই বোটটির অবশেষে সন্ধান মিলেছে। শনিবার সন্ধ্যায় মিয়ানমারের রাখাইন রাজ্যের সীতাপারোকিয়া প্যাচের অদূরে চরে আটকা পড়া অবস্থায় ট্রলারটিকে দেখতে পেয়ে খবর দেয় মিয়ানমারের একটি মালামাল বহনকারী ট্রলারের সদস্যরা। এফবি বাকলিয়া ফিশিং-১ এর মালিক আবদুল হামিদ শনিবার রাত ১১টায় সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাঝিমাল্লারা সবাই সুস্থ আছেন। আজ রোববার সকালে টেকনাফে যাব। সেখানে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথদল বোটটি উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
একাধিক সূত্র জানায়, বোটটি বর্তমানে মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে। আজ রোববার বাংলাদেশ মিয়ানমারের আন্তর্জাতিক সমুদ্র সীমানার জিরো লাইনে মিয়ানমার নৌবাহিনী মাঝিমাল্লাসহ ফিশিং বোটটি কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবেন। এরআগে গত ১৬ জানুয়ারি আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নের গহিরার ২০ মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দেয় এফবি বাকলিয়া-১ নামের মাছ ধরার ওই বোটটি। এরপর গত ১৯ জানুয়ারি পর্যন্ত মাঝিমাল্লাদের সঙ্গে যোগাযোগ হয়। তখন ইঞ্জিন বিকল হয়ে বোটটি সাগরে ভাসছিল। ওই সময় তাদের অবস্থান কক্সবাজারের সেন্টমার্টিনে পশ্চিমে ছিল বলে জানানো হয়। সর্বশেষ ২১ জানুয়ারি পর্যন্ত মাঝিমাল্লার সঙ্গে মোবাইলে সংযোগ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মাঝি-মাল্লাদের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন।