রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ ফ ম শাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আসাদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
স্বাগত ব্যক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, মোহনপুর থানার অফিসার ইনচাজ ওসি মোস্তাক আহম্মেদ, প্যানেল মেয়র রুস্তম আলী, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, নারী কাউন্সিলর মোমেনা বেগম, জোসনা বেগম প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।