রাজশাহীর মোহনপুরে এক সন্তানের জননী গৃহবধৃ (২৩) ধর্ষণের পর নগ্নছবি ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনে ভাইরালের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধৃ বাদী হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পূনোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। গতকাল রোববার গৃহবধৃকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ৬/৭ মাস পূর্বে উপজেলার খয়রা সীমাকোলা গ্রামের সাহেব আলীর ছেলে রনি হোসেন (২৪) একই উপজেলা আকুবাড়ি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে । প্রেমের সূত্র ধরে ২০ জানুয়ারি রাত ১০ টার ভিকটিমের বাড়ি গিয়ে ধর্ষণ করা অবস্থায় ধর্ষণের নগ্গছবি মোবাইল ফোনে ধারণ করে। শনিবার রাতে গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওসি মোস্তাক আহম্মেদ জানান গতকাল আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।