ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে পুরোদমে চলছে নির্বাচনী প্রচার-প্রচারনা। উভয়দলের নেতাকর্মীরা ঢাকার রাজপথে প্রচার-প্ররনায় উত্তাপ ছড়াচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন বিরামহীনভাবে।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উভয়দলের নেতাকর্মীরা ঢাকাস্থ বৃহত্তর বরিশাল বিভাগের ভোটারদের কাছে ভোট প্রার্থনার জন্য প্রচার-প্রচারনার পাশাপাশি নির্বাচনী সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে প্রত্যেক প্রার্থীর জয়-পরাজয়ের ব্যাপারে প্রধান ফ্যাক্টর হবে ভ্রাম্যমান ভোটার। তাই এসব ভ্রাম্যমান ভোটারদের মনজয় করতে নির্বাচনকে সামনে রেখে ঢাকায় অবস্থান করছেন দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক নেতাকর্মীরা। ফলে নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে এখন উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে।
সূত্রমতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ইতোমধ্যে ঢাকাস্থ বৃহত্তর বরিশাল বিভাগের নেতৃবৃন্দ এবং ভোটাদের নিয়ে সাংগঠনিক সভা করেছেন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক জাতির পিতার ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীসহ বিভাগের বরিশাল সদর, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুরসহ ছয় জেলা শহর এবং এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটির আতিকুল ইসলামকে নৌকা মার্কায় বিজয়ী করতে বরিশাল বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার রাজপথ থেকে শুরু করে অলিগলি, বাসা-বাড়ি ও কলোনীতে ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
সূত্রমতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সহধর্মিনী আফরিন তাপসকে সাথে নিয়ে গত এক সপ্তাহ থেকে নির্বাচনী গণসংযোগ ও সভা অব্যাহত রেখেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। অপর সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটনের নেতৃত্বে মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক প্রচারনা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং ইউনিয়ন পরিষদের দলীয় জনপ্রতিনিধিরা। তারা কয়েকশ’ নেতাকর্মীকে নিয়ে একাধিক গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ওয়ার্ডে নৌকার লিফলেট বিলিসহ নৌকা প্রার্থীকে বিজয়ী করতে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।
গণসংযোগকালে ভোটারদের নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানিয়ে রবিবার দিনভর ঢাকার রায়েরবাজার, বৌবাজার, টালি অফিস, হাজারীবাগ, কামরঙ্গিরচরসহ বিভিন্ন এলাকায় বসবাসরত বরিশালবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
একইভাবে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এবং যুবলীগ নেতা আল-আমিন হাওলাদারের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী। গৌরনদী পৌরসভার কাউন্সিলরদের এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার নেতৃত্বে কয়েকশ’ নেতাকর্মী পৃথক পৃথক গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষক আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত জনকণ্ঠকে বলেন, নির্বাচনের দিন-ক্ষন গননার পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থার পক্ষ থেকেও আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীদের জয় পরাজয়ের বিশ্লেষণ করা হচ্ছে। সেক্ষেত্রে দলীয় মনোনীত প্রার্থীর ব্যক্তি ইমেজকেই প্রাধান্য দেয়া হচ্ছে। ব্যক্তি ইমেজের পাশাপাশি ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচিত হলে এলাকায় তাদের কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সাধারণ ভোটাররা। পাশাপাশি এলাকার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা পাবার কথা মাথায় রেখেও ভোট দেয়ার কথা চিন্তা ভাবনা করছেন সাধারণ ভোটাররা। তিনি আরও বলেন, প্রার্থীদের জয়-পরাজয়ের ব্যাপারে নগরীর স্থায়ী বাসিন্দা ভোটারদের চেয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মহানগরীতে বসবাস করা ভোটাররা (ভ্রাম্যমান ভোটার) প্রধান ফাক্টর হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে জীবিকার প্রয়োজনে রাজধানীতে বসবাসকরা ভেটাররাই জয়ের জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের কাছে। সকল দলের প্রার্থীরাও ওইসকল ভ্রাম্যমান ভোটারদের নিজেদের কাছে টানার চেষ্টা করে যাচ্ছেন। তারমতে, সাধারণ ভোটাররা এখন উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই অন্যান্য দলের প্রার্থীদের চেয়ে নৌকার প্রার্থীরা জনসমর্থনে অনেকটাই এগিয়ে রয়েছেন।
অপরদিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে ঢাকার রাজপথে ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারনার পাশাপাশি নির্বাচনী সভা অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, নির্বাহী কমিটির সদস্য ও বরিশালের সন্তান এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজলসহ বরিশাল বিভাগের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা। সুষ্ঠু ভোট হলে তারা তাদের প্রার্থীদের শতভাগ বিজয় হবে বলে আশাপ্রকাশ করেছেন।