কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও মধ্যপাড়া গ্রামে মো. কাওছার মিয়া গং ও উজ্জ্বল মিয়া গংদের মাঝে সংঘর্ষের জেরে ৪-৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনাটি ঘটে গত ১৬ জানুয়ারি দুপুরের দিকে। এই ঘটনায় কাওছার মিয়ার গংরা উজ্জ্বল মিয়া গংদের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি চাদাবাজীর অভিযোগ করেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে এলাকার কাওছার মিয়ার গংরা জোরপূর্বকভাবে উজ্জ্বল মিয়ার গংদের জমি দখল করে আসছে। কাওছার মিয়ার অভিযোগ উজ্জ্বল গংদের জায়গা তারা দখল করেননি। উজ্জ্বল মিয়া দাবি করেন, কাওছার মিয়ার লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের জায়গা দখল করে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। এখন তিনি এবং তার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। বাজিতপুর থানায় কাওছার মিয়া বাদী হয়ে উজ্জ্বল মিয়াকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে একটি চাদাবাজীর অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটুয়ারি ঘটনার সত্যতা স্বীকার করেন।