৪৯ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতায় চালনা বিল্লালিয়া মাদ্রাসার ছাত্র ফাইজুল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
দাকোপ উপজেলা সদর চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেনীর কৃতি ছাত্র ফাইজুল করিম ২০০ মিটার দৌড় প্রতিযোগীতায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। এরপর খুলনা জেলা পর্যায়ে দ্বিতীয়, গোলাপ অঞ্চলে দ্বিতীয়, বিভাগীয় পর্যায়ে প্রথম এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পেয়েছে। তাঁর এই সাফাল্যে মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল শিক্ষার্থী এবং দাকোপ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় দাকোপের কোন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে এটিই প্রথম স্বর্ণ পদক জয়।