মুলাদীতে ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে মুলাদী থানা পুলিশ মুলাদী কাঠবাজারের উত্তরপাড় এলাকা থেকে তারেক হাওলাদার নামের এক যুবককে ৯পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তারেক হাওলাদার হিজলা উপজেলার পত্তনীভাঙ্গা গ্রামের খলিলুর রহমান হাওলাদারের পুত্র। পুলিশ জানায় তারেক হাওলাদার বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুলাদী বন্দরের কাঠবাজারের নদীর উত্তরপাড়ের স্বমিলের কাছে আটক করা হয়। এ সময় তার পকেটে ৯পিস ইয়াবা পাওয়া যায়। শনিবার সকালে ইয়াবা ব্যবসায়ী তারেক হাওলাদারকে জেল-হাজতে প্রেরণ করা হয়।